অভিমানে বৃষ্টি -
Khadija Yeasmin
Published on: আগস্ট 19, 2016
সমস্ত ভ্যাপসা ভাব উবে গেছে
হৃদয় হালকা হয়ে গেছে বহুগুনে!
তবু স্বস্তি না মেলে….
আরও বেশি অস্বস্তি আর খারাপ লাগার বনে
পথ হারিয়ে ফেলেছি।
উফফ! হালকা হবার মাঝেও এত যন্ত্রনা!!
কিছু অভিমান, ঝগরা অযথাই করা করা কথা
কত্ত ভালো ছিলো!!
কষ্ট আর শুন্যতারা পাঁজরে খুব চিমটি কাটতো,
তখন মনের আকাশে বৃষ্টি ঝরতো।
আর আমি ভিজতাম কাক ভেজা হয়ে
খুব’ভালোবেসে’ খুব রিক্ত হয়ে।

Add to favorites
1,567 views