অভিমান -
Ajmery
Published on: ডিসেম্বর 22, 2017
একদিন খুব ভোরে ঘুম থেকে জেগে আমায় আর দেখবেনা
ঘুমপাড়ানি মাসিদের কাছে চলে যাবো
অভিমানে চুপটি করে ঘুমিয়ে যাবো
কোনদিনও জাগবো না,সেদিন তুমি খুশি হবে তো?
একদিন ভোরের আলোয় মিলিয়ে যাওয়া তারা হবো
এক নিমিষে মিলিয়ে যাবো,রাতে আবার দেখা দিবো
সেদিন খুব করে চাইলেও আমায় পাশে পাবে না।
কত কথা বলার ছিল আমি আর বলবো না,
হাঁটবো না পিছু পিছু,তোমার ছায়ায় তোমাতেই পাবে
আমি সঙ্গী হবো না।
একদিন বিকেলবেলা তোমার অাঙ্গুলের ভাঁজে
আমার ভালোবাসা রবেনা,
তোমার কাঁধে রেখে মাথা আস্থাও কেউ খুঁজবে না
সেদিন তুমি ওজনশূন্যতা অনুভব করবে।
একদিন সত্যি খুব ভোরে লেনাদেনা চুকিয়ে
অভিমান চেপে বুকে চলে যাবো,
খানিক চোখের জলে হাসি টেনে,তোমায় মুক্তি দিয়ে
হারিয়ে যাবো পথের ধূলায়,কভু ফিরবো না।
প্রিয়, তবুুও তুমি ভালো থেকো!
published 19

Add to favorites
631 views