অভিসার -
পেন্সিলে আকা পরী
Published on: এপ্রিল 20, 2018
এই যে ধুলোমাখা পথে রোজ হাঁটছি,
হুড ফেলা রিক্সায় রোদচশমার আড়ালে এই যে রোদের সাথে আমার দ্বিপাক্ষিক সমর ;
এসব নিছক অভ্যেসের কারন।
কিন্তু তুমি আমার অভ্যেস নও নিরুপন!
তুমি আমার অভিলাষ,
তুমি আমার নীলকন্ঠ পাখি;
যার রক্তাক্ত ঠোঁকরেও আমার উন্মত্ত পূর্নতা রাখা থাকে।
এই যে রোজ খাচ্ছি,ঘুমাচ্ছি হৈ হুল্লোর হুজ্জতিতে দিনানিপাত আমার,
এসবই আমার জৈবিক প্রয়োজন!
কিন্তু তুমি আমার আবছা আলোয় দেখে নেয়া বড্ড প্রিয় একখানা মুখ,
যার আঁড়চোখে তাকানো এক ঝলক দৃষ্টিতে ঝলসে ওঠে আমার ভেতর-বাহির ;
তুমি আমার রোজকার অভ্যেস নও নিরুপন!
তুমি আমার গোপন কুঠুরিতে টিপ টিপ করে জমতে থাকা গোপন সুখ,
তুমি আমার অবাধ্য আচরনে ঝাপ দিয়ে লুটে নেয়া এক চিলতে আফসোস।
রোজ অফিস ফিরতি জ্যামে,ঘামে উৎকট গা গুলোনো গন্ধকে উপেক্ষা করে এইযে জীবিকা ধারণে সুপরিপাটি আমি!
এখানে আমার কোনো কৃতিত্ব নেই নিরুপন;
বরং সন্ধ্যায় গা ধুয়ে পাটভাঙ্গা শাড়িতে জরানো আমার এবং আয়নার মধ্যস্ততায় এক বিন্দু কাজল দিয়ে যখন আমাকে আঁকি!
তারপর হুটহাট যখন নজরবন্ধি হয় তোমাকে দেখতে না দেবার দক্ষ অভিনয় আমার;
রোজকার ঝুট-ঝামেলা,বাসের ঘামমাখা দুর্দান্ত রেসের
পরিক্রমা ও এইসব মিথ্যে অভিনয়কে আমি আজকাল আমার পূর্নতা ভাবি।

Add to favorites
863 views