অভ্র জ্যোতি মজুমদার -
এইচ বি রিতা
Published on: জানুয়ারী 29, 2015
উৎসর্গ
অভ্র জ্যোতি মজুমদার
জেগে থাকুক বছর পুরাণো আঁধারের রাত,
হয়ে যাক নয়নসলিলে কিছু দুঃখ ভুলার গান
রেখে আঁধারের হাতে হাত সাম্যের বিধানে
ধনী-গরীব নির্মূলে উছলে পরুক অসাম্যের বান।
যদি নাইবা আসে সুখপরী আকাশ চিরে
দুঃখ ভুলার অমৃত সুধা পেয়ালা হাতে,
তবে জেনে নিও আমি আছি একলা পথে
বুকের পাঁজর ছেঁড়া কষ্ট- দীর্ঘশ্বাসের সাথে।
দেখে যাই কত অনাহারে-ক্ষরায় পৃথিবীর
নিশিতে জেগে থাকা ভুতুম প্যাঁচার কান্না
হৃদয় রক্তক্ষরণে কষ্টের টুঁটি চেপে ধরি
অসহায়ত্ব নিংড়ে নেয় আমার সকল বায়না।
মনে হয় কোন এক পৈশাচিক দুপুরে
ভেঙে ফেলি বসুধার নিয়মের ঝুড়ি
ভেদাভেদ কেন তবে বিশ্ববিধাতার দরবারে
সেই যাতনায় নিত্য অন্তর জ্বালায় মরি।
কেন নয় সমান ভাগে সুখ,
নৃপতির রাজ্যে সকলের তরে একে অপরের
কেন নয় দুঃখের প্রস্থ্যানে
সমঅধীকারে নির্মূল অসুখ হাহাকারের!
জেগে থাকি বক্ষ ফাঁটা শহস্র বছর,
দূর্বল পায়ে হাঁটি ক্ষুধার রাজ্যে শতেক মাইল
দেখি দারিদ্রতায় জেগে উঠা চর অভাবীর বুকে
ক্ষরায় ফেটেছে চিবুকের পাশে ভেসে উঠা গাল।
মানিনা বিধান নিয়মের কিতাবে লিখা ধরনীর নিয়মে ব্যবধানে কদম ফেলা
গর্জে উঠি তীব্র শোকে অহরহ দরদম
মানবতায় কেন নয় তবে পথ চলা!
জেগে উঠুক নগর বাসী আর্তচিৎকারে
উঠুক বিধাত্রীর ঘুমন্ত শিশু কবর খুঁড়ে
যাক ভেদাভেদ ভুলে হাতে রেখে হাত
এক কাতারে হই সকলে; সকলের তরে।

Add to favorites
1,176 views