অমানুষ -
রুপক চৌধুরী
Published on: এপ্রিল 23, 2020
স্তম্ভিত বেলা কুহুক দেখায়
নিবিড় নিরিহ ক্ষণে,
প্রতারিত হয়ে গোধূলী আষাঢ়
অমানুষ নিজমনে।
এসেছিল সাকি জলসা সাজাতে
ভ্রষ্ট অতীত বুকে,
মন মদিরায় পেয়ালা সাজিয়ে
রাত্রি রাঙাবে সুখে।
পরিশেষে বালা ভ্রান্ত আবেশে
মিথ্যার মালা দিলো,
স্বীয় স্বার্থে আলপনা এঁকে
কুৎসা রটিয়ে গেলো ।
অশ্রু যে তার আবেশ মাখানো
প্রথম প্রহরে ছিল,
কে জানতে প্রিয় চোখের সুধায়
হেমলক রস দিল।
অমৃত ভেবে করেগেছি পান
গেয়ে জীবনের গান,
গরল মেশানো সুধার ধারায়
পুড়ে যায় আজ প্রাণ।
হৃদয়ে জড়ালে রিক্ত রজনী
সক্রিয় রেখে হুশ,
বিশ্বাস করে পাষাণের বাণী
আমি আজ অমানুষ।

Add to favorites
1,234 views