অরণ্যের আড়ালে বুনো গন্ধ -
এইচ বি রিতা
Published on: মার্চ 18, 2017
তখন প্রয়োজন ছিলনা নীল আকাশ দেখার
শাপলার ঝিল, শিউলি তল
মালতিলতা খোঁপায় বিরহী নারী,
শুভ্র কাশের আঁচল উড়িয়ে; সাদা মেঘের ভেলায় উড়াউড়ি
প্রয়োজন ছিলনা অহেতুক ধান ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি,
দূর্বাঘাসে শিশির মাড়ানো আলতা রাঙ্গা পা,
জ্যোৎস্নার লাজুকলতা বনফুল-দোলা কুঞ্জকানন
কেবলই নিরর্থক; বিক্ষিপ্ত ভোগ বিলাস।
তখন প্রয়োজন ছিলনা খোলা আকাশের নিচে বিষন্নতার আলোড়ন
নির্বাক শোকে ব্যস্ত শহুরে বাতাস,
শূন্যতা ভরাটে অসংখ্যবার কারো উপস্থিতি।
আজ, এখন
যখন ভিতর থেকে ডাক এলো,
শব্দের অন্ধকারে একাকীত্বের উৎস জানা গেল,
সাহস রেখে বুকে, যেতে যেতে মনে হলো,
অরন্যের আড়ালে কেমন বুনো গন্ধ!
এখন আকাশ ভেঙ্গে পরে আমার ঘরে,
বুকের আড়ালে লুকানো উষ্ণতা বিদ্রোহ করে!
অন্তরিক্ষময় এই ক্ষুদ্র জীবনে,
আফসোস শিকড় গজায় বুক ফুঁড়ে
মনে হয়, একাই চলে যাবো?
যাওয়ার কালে মাথার পাশে শরীরি উপস্থিতি
মায়াভরে নিঃশ্বাস চেপে হাতটি চেপে,
মুখের কাছে, বুকের কাছে করুণ দুটি চোখ
চুলে বিলি কেটে আরো কিছুটা সময় ধার করে নেয়া;
এখন প্রয়োজন; আজ প্রয়োজন।
তখন প্রয়োজন ছিলনা, আজ মনে হয়,
যেতে যেতে কারো স্পর্শ নিয়ে ঘুমিয়ে পরি।

Add to favorites
642 views