অর্থব সংলাপ -
শঙ্খ চিল
Published on: ডিসেম্বর 19, 2017
তোমার মনে আছে
সেদিন ঠিক তপ্ত দুপুর ছিলো
তোমার সাথে আমার প্রথম দেখা হলো
এ শহরের পিচঢালা পথ ধরে বহুদূর হেঁটে চললাম দু’জন,
আবিষ্কার করলাম বিক্ষিপ্ত রোদে তোমার ছায়ার পাশে আমার ছায়া।
ক্লান্ত দেহে হেঁটে চললাম দু’জন দিক-বিদিক;উদ্দেশ্যহীন পথচলা।
চষে বেড়ালাম শহরের চেনা-অচেনা অলি-গলি
ঠিক রোদের যখন মৃত্যু হয়
মূলত পড়ন্ত বিকেল; আমাদের সেই প্রিয় স্থান ভ্রমণ।
পথচলা শেষে ক্লান্ত দু’জন
বেশ কতগুলো সময় বৃদ্ধ বৃক্ষ তলে দাঁড়িয়ে রইলাম দু’জন;
অতঃপর অলস নাট্যমঞ্চে নিশ্চুপ মৃত সংলাপ!
খুব সম্ভব জানতে চেয়েছিলে তুমি,আমার অসাড় জীবন সম্পর্কে,
আলতো মলিন হেসে
দু’জনার চোখের দৃশ্যপটের সামনে বৃদ্ধ বৃক্ষটি দেখিয়ে তোমায় বললাম-
“এই যে দেখছো!মৃতপ্রায় বৃক্ষটি আমি;আমার অর্থব জীবন”।
যার অগণিত পাতা অচিরেই ঝরে পড়েছে মধ্য আর্কষণের টানে।
ভরাক্রান্ত মনে বললাম তোমায়-
“দেখো!ওরা আমার ইচ্ছেরা যা ক্রমশ সাদা-কালো;ঝলসে যাওয়া সবুজ রংয়ের পাতা”।
যার প্রতিটা পাতা ক্রমশ হলদে রংয়ে ছেয়ে গেছে।
দেখিয়ে বললাম তোমায় – আমার মুমূর্ষু ইচ্ছেগুলো প্রায় মরতে বসেছে।
কয়েক’টি পাতায় সামান্য সবুজ
কষ্ট লুকিয়ে বললাম-
“দেখো!মরে যাওয়ার ঠিক আগ মুহুর্তে পৃথিবীর প্রতিটা ভালোলাগা দেখার স্বাদ যা অবচেতন মন প্রার্থনায় এঁকে যায়;তারই প্রতিবিম্ব প্রার্থনার প্রতীক”,
যদ্যপি বৃক্ষটি জুড়ে ছিলো অসংখ্য কাঁটা
কান্না চেপে বললাম তোমায় – ওরা আমার অতীতের অভিশাপ
তুমি স্পর্শ করোনা!
আঘাত পাবে;রক্তাক্ত হবে তুমি।
তুমি জড়তা খুন করে হেসে বললে আমায়
তাকিয়ে দেখো – বৃক্ষটি অন্য একটি গাছের উপর ভর করে দাঁড়িয়ে আছে।
পার্শ্বে দাঁড়িয়ে থাকা বৃক্ষটি আমি,যার অর্থ প্রেম;
আর বৃক্ষের বুকে হেলে পড়া বৃক্ষটি সাদৃশ্য তুমি, যার অর্থ ভালোবাসা।
হঠাৎ বিমর্ষ মনে বললে তুমি-
তোমার অতীতের যন্ত্রণা আমায় দিয়ো
তোমার অভিশাপের যন্ত্রণাটুকু আমি নিলাম,
বেঁচে থেকো তুমি শুধু আমার হয়ে।
হেসে বললাম আমি –
আর কতকাল আমি পরগাছা হয়ে বাঁচবো?
নিশ্চুপতায় ছেয়ে গেলো বিষণ্ণ বিকেল এবং তুমি,
সন্ধ্যা নেমে এলো চোখের গহীনে
অন্ধকার গিলে খেলো আমাদের শরীর!
দীর্ঘশ্বাসগুলো শহুরে বাতাসে উড়ে গেলো
রাত নেমে এলো শহরে
আমাদের সংলাপ শেষ হলো,তুমি চলে গেলে;
দিনটি চলে গেলো ক্যালেন্ডারের পাতায়।

Add to favorites
606 views