অলীক স্বপ্ন -
Ariful Islam
Published on: জুলাই 22, 2020
অলীক স্বপ্ন
আরিফুল ইসলাম
রাতে কল্পনার দেবী আমার কাছে এসেছিলো
প্রকৃতির মত অপরূপ সুন্দর ছিল সে সৌন্দর্য
গল্প কবিতায় সন্ধ্যা পরে মধ্যরাত পরে শেষ রাত অবধি চলেছিল আড্ডা
পৃথিবীর শ্রেষ্ঠ মহাকাব্যের রচয়িতা আমার কল্পনার দেবী
সকালে ঘুম থেকে জেগে দেখি সবই আছে শুধু সে নেই
শীতের সকালে চতুর্দিকে বিরহী মন নিয়ে
আবার খুঁজে ফেরা জানিনা আবার সে আসবে কি না?
জীবনের ছোট ছোট সুখগুলো হারিয়ে যায়
মনে দাগ কেটে দেয় জীবনভর।
দিন শেষে তাকে খুঁজে পেয়েছি আমারই ভিতরে
অন্তরে পরম মমতায় শুদ্ধতায় বসবাস করে দেবী।
মন মন্দিরে পূজা করে অন্তরে তাকে বেঁধে রাখি।

Add to favorites
564 views