অশরীরি মা -
এইচ বি রিতা
Published on: জানুয়ারী 3, 2015
কাল রাতভর কেঁদে বুক ভাসালি
না খেয়ে ঘুমিয়ে পরলি,
কেন এমন করিস ?
এখনো সেই পাগলীটিই রয়ে গেছিস?
বাবু , আমি তোর খুব কাছেই আছি।
তোর গায়ে গায়ে, তোর সামনে পিছনে
তোর প্রতি মুহুর্তের দীর্ঘশ্বাসে
দক্ষিনা হাওয়ায়,রাতের আঁধারে
আকাশ ভরা নক্ষত্রের মাঝে
অশুভ সংকেতের পুর্বাভাসে,
তুর মন খারাপের একলা রাতে,
ব্যথায় কুকড়ে যাওয়া তোর মলিন মুখে।
আমি ছাঁয়ার মত তোকে ঘিরে রাখি,
যখন তোর চোখের কোল বেয়ে অশ্রু ঝড়ে
আমি আলতো আংগুলের ডগায় তুলে নেই
যখন ভয়ংকর নীরবতায় তুর মনের আকাশ ছেঁয়ে যায়
আমি রংতুলি হাতে সেখানে আল্পনা এঁকে দেই
ভীষণ ক্ষরায় যখন তৃষ্ণায় তোর বুকের ছাতি ফাটে
আমি ভালবাসা মুঠো ভরে তোর বুকে হাত রাখি!
তুই এত অবুঝ কেন?
আমার অদৃশ্য ছায়া মারিয়ে কেঁদে যাস
আমায় দেখিস না!
এই চেনা পৃথিবী ও একদিন অচেনা হয়ে যাবে
তুই আমি আমরা সকলে এখানে অতিথী,
বিদায় ঘন্টা বাজলে সবাইকে যেতে হবে।
থেকে যায়, সাধ্য কার ?
বাবু, তোর চোখে বিষন্নতা আমায় বড় জ্বালায়
ইচ্ছে হয় ছুটে যাই তোর কাছে
আমি তুর মা
তুর জন্য যে প্রাণ কাঁদে!
তুই অবুঝ;
তুই বুঝিস না আমার যাতনা।