অশ্বিনী -
আসাদুজ্জামান শাওন
Published on: নভেম্বর 10, 2017
অশ্বিনী
আসাদুজ্জামান শাওন
—————————————
সমুদ্র দেখেও এতোটা বিমোহিত হইনি আমি
কোনদিন
এমনকি সমুদ্রের জলে সলিল সমাধি,
সূর্য – সূর্যাস্ত আর গোধূলির মৃত্যু।
অশ্বিনী – তোমার মনে পড়ে!
আমরা সমুদ্রের জলে পা ভিজিয়ে ছিলাম?
মনে পড়ে তোমার?
তোমার চোখের গহীনে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলেছিলাম –
“একটা পথ;সিঁড়ি – স্বর্গ।”
অশ্বিনী! তোমার মনে পড়ে – আমাকে?
এক গোধূলি দুঃখ দিয়ে -সন্ধ্যা তারা হয়েছিলে তুমি।

Add to favorites
1,063 views