অসভ্যদের সভ্যতা -
সুবর্ণ
Published on: জুন 24, 2017
আমার আসার কীবা আসে যায়?
বেদুইন রাত্রি, বেদুইন আধার গ্রাস করে নেয়।
বংশী বাজে কাব্য হাতে-সংগ্রামের বংশী,
আমি আর নেই, লাঠিয়াল দলে ক্ষতবিক্ষত হই,
আপন শব্দে,আপন নিরবতায় সবুজ শিশির পায়ে-
ঝুমঝুম শব্দে সে বয়ে যায় অবনীল উঠোনে,
বৃক্ষ শরীরে ঈর্ষা হয় মানবের,
ঘন জঙ্গলে ডাহুকী দুপুর -পাঁজর ছিঁড়ে রোদ চোখে সভ্যতা দেখে।
আমাদের অসভ্যতার কোমল স্পর্শ বদ্ধ গৃহের হিংস্রতার মতো নয়,
আঙুলের স্পর্শে প্রেম নিরব কুৎ সিত বিষণ্ণ বিকেল –
সদ্য স্নাত চমৎকৃত জারুল বৃক্ষের মতো নিষ্পাপও নয়।
সভ্য উন্মাদনা ডেমোক্রেটিক সিম্ফনি তুলে হাহাকার করে চলে,
কৃষ্ণচূড়া’র ক্লান্ত প্রেম নিবেদন ধর্ষিত হয় চিরতরে..

Add to favorites
1,271 views