অসম প্রেমের উপন্যাস -
আসাদুজ্জামান শাওন
Published on: অক্টোবর 14, 2016
অসম প্রেমের উপন্যাস
আসাদুজ্জামান শাওন
————————————-
অতঃপর প্রেমে পড়লাম
প্রেমে পড়লাম এক মধ্যবয়সী রমণীর।
কোনও এক পড়ন্ত বিকেলের সমাপ্তির পথে গোধূলি লগ্নে,
অবাক বিস্ময়ে প্রথম দু’চোখে এঁকেছিলাম তাকে।
নাম তার অনিলা।
প্রতিদিন ঝুল বারান্দাতে রেলিং আঁকড়ে ধরে
হিম-শীতল উম্মাদ বাতাসে-
এলোকেশে দূর দিকে তাকিয়ে আকাশ দেখতো প্রেমিকা আমার!
আমি পথ চলায় একরাশ জড়তা মেখে,
একাগ্রচিত্তে দূর থেকে ঠাঁয় দাঁড়িয়ে,
অনিমেষ তাকিয়ে শুধু দেখতাম তাকে নীরবে-নিভৃতে।
আহা!নিষ্পাপ মায়াবী দু’টি কাজল-কালো আঁখি,
কপালে দৃশ্যমান লাল বর্ণের অস্তমিত সূর্য,
ওষ্ঠদ্বয়ে লেপটে থাকা গোলাপী আভা,নৈসর্গিক সৌন্দর্য;
লাজুকতার চাদরে মোড়ানো স্নিগ্ধ প্রেমময় হাসি।
যেন কাল্পনিক গ্রীক পুরাণের প্রেমের দেবী আফ্রোদিতি,
স্বয়ং রং-তুলিতে আঁকা বাস্তব ক্যানভাসে অস্তিত্ব ঘোষণা করছে।
দৃষ্টি ফেরাতে পারলাম না আমি!
অবশেষে প্রেমে পড়ে গেলাম অচেনা মধ্যবয়সী রমণীর।
দূর থেকে দৃষ্টি বিনিময়,প্রেম নিবেদন,
নীল খামে ভালোবাসা আদান-প্রদান,দুষ্ট-মিষ্টি ঈশারা;
বাতাসে নিক্ষেপ অদৃশ্য চুম্বন।
প্রণয় নামক শব্দে গড়া দু’টি হাতের সহবাসের স্কেচ্,
অলিক বন্ধনে আবদ্ধ দু’টি আত্মা এবং প্রেম।
যদিও দেয়ালের প্রাচীর হয়ে দাঁড়ালো বয়সের পার্থক্য!
দু’জনকে বিভক্ত করতে চাইলো-
তথাকথিত সমাজ,নষ্ট সভ্যতা,অন্ধকারে আচ্ছন্ন কুসংস্কার;
আর মানবসৃষ্ট অহেতুক পার্থিব নিয়ম।
তবুও শেষমেষ ভালোবেসে ফেললাম একে-অপরকে।
সবশেষে কাঠের ফ্রেমে জড় ছবিতে বন্দী,
অসম প্রেমের উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মধ্যবয়সী রমণী আর আমি।

Add to favorites
1,785 views