অসুখ -
Anindya Sarkar
Published on: সেপ্টেম্বর 1, 2020
আমরা এখন হাল্লা রাজার দেশে
জীবন জীবিকা সমস্ত নয় ছয়
চরাচর যেন মৃত্যু উপত্যকা
মহামারী এলে এমন টা নাকি হয়।।
পূজো বা নামাজ যেন এক্ষুনি চাই
নিভৃত বাসেই ধীরে ধীরে আয়ু ক্ষয়
কবে শেষ এর? কত লাশ যাবে পচে?
মহামারি এলে এমন টা নাকি হয় ।।
রাজা আর প্রজা কেউ যাবে নাকো বাদ
কবে যে আমিও? এই যেন শুধু ভয়
বোকা বাক্সেতে তবু চলে খেয়োখেয়ি
মহামারি এলে এমন টা নাকি হয় ।।
তোমার অসুখে পাঁচ তারা বেড বাঁধা
আমার কপালে সরকারি বেড রয়
মরে গেলে পাশে কাঁদবে না কেউ আর
মহামারি এলে এমন টা নাকি হয় ।।
আন্তরজালে সংখ্যা লাফায় রোজ
‘সব ঠিক হ্যায়’-ও তেমন কিছু নয়
হাতে দিয়ে দেবো ধর্মের ললিপপ?
মহামারি এলে এমন টা নাকি হয় ।।
আমরা যারাই ষাট বা ষাটের কাছে
খরচের খাতে? মনে ভারি সংশয়
কয়েক দশক এমনি চলবে নাকি !
মহামারি এলে এমন টা নাকি হয় ।।
মিথ্যা ভাষণ বার বার দিয়ে গেলে
হবে না সে ঠিক-নিতান্ত অভিনয়
তোমার পাপের বোঝা বইব না আর
মহামারি এলে এমন টা নাকি হয়?
বন ও বাদাড় উজাড় করেছ তুমি
লোভ আর লাভ কতদিন আর সয়?
শিখবে না তবু পৃথিবী সংক্রামিত?
মহামারি এলে এমন টা নাকি হয়?
তোমার চালাকি সবাই ফেলেছে ধরে
ভেবেছ পৃথিবী তোমার পিত্রালয়
ভবী ভূলবে না দেখে যাও তুমি শুধু
মহামারি এলে অন্য কিছুও হয় !!
অতীতে হেরেছে কত শত অতিমারি
ইতিহাস ফিরে আসবেই নিশ্চয়
পৃথিবী সাফাই-তোমার শেষের শুরু
মানুষ অনন্ত-এই মহামারি নয় ।।

Add to favorites
2,143 views