অ্যানাবেল হিগেন -
এইচ বি রিতা
Published on: জুলাই 10, 2016
কে হেঁটে যায় দাম্ভিকতায় ওষ্ঠে ঝাঁঝালো মাদকতা
এখানে মৃত স্তবকে বহুকাল অতৃপ্ত বাসনা হামাগুড়ি খায় নিত্য
মাংস পোড়ায় অনবরত অমরত্বের তৃষ্ণায়,
অবুঝ শিশুটি শো-কেসে কারাবন্দি আজ হাজার বছর!
মধ্যরাতে স্তব্ধ শব্দভূগোল, দেবতা আর আমার আক্রোশ বাক্যালাপ,
মগজে কিটকিট কালো পোকা, নিমগ্ন জেগে বিষ ছড়ায় এপাশ-ওপাশ
নিষ্প্রয়োজন ছিল মৃত্যু; তবু গুপ্তকক্ষে রক্তদ্বীপে একটি শিশু
ঈশ্বর জন্মান্ধ, বধীর নিশ্চল পদতলে থেঁতলে দেয় গোঙ্গানি
অনিশ্চয়তা সময় ক্ষীপ্রবেগে ডুকে পরে ঘরে!
মৃত প্রতিবিম্বে অমরত্বের সংকল্প,
বুনো শক্তির প্রচ্ছদে অনৈতিক হস্তে অঙ্কিত আয়ুরেখা
চতুরতায় নিষিদ্ধ রাত্রীযাপনে সেঁটে যাবো জড়বস্তুর গায়ে
শরীরের ভিতর প্রতিশোধের বাসা বাঁধে থেমে থেমে!
জালিমের মত অমরত্ব খুঁজে নেই আজ কোন অবুঝ প্রাণে!
[ ১৯৭০ সালে, অ্যানাবেল হিগেন নামে একটি অভিশপ্ত পুতুল নিয়ে নির্মিত “অ্যানাবেল” মুভি সংকলনে আমার এ লিখা, যেখানে ৭ বছর বয়সী এনাবেল কে হত্যা করা হয়! পরবর্ততীতে এনাবেলের আত্বা অমরত্ব খুঁজতে ডোনা নামে ২৮ বছর বয়সী এক তরুনীর দেহে ভর করে। অবশেষে, এ প্রেতাত্বার সমাধীকরণে, এক্সারসিজম স্পেশালিস্ট ল্যরেন তাকে কাঁচের শোকেইসে আটকে রাখে। ]

Add to favorites
2,039 views