অ্যালকোহল -
আসাদুজ্জামান শাওন
Published on: মে 30, 2020
অ্যালকোহল
আসাদুজ্জামান শাওন
———————————
অদূরে প্রাণ দন্ডের উঁচু মঞ্চে ঝুলে আছে
নিষ্প্রাণ চিন্তাগুলোর সারিবদ্ধ নিথর মৃতদেহ
যদিও এ অলীক দৃশ্য আর যাই হোক,
স্যাম্বল’স্ গেট বা ভার্সাইল প্রাসাদ কিংবা আকর্ষণীয় স্থানের থেকে অধিক সৌন্দর্যময় নয়।
ক্রমশ গভীর অন্ধকারে মিশে যাচ্ছে অদ্ভুত কল্পনাশক্তি
এবং অন্ধকারের রথে চড়ে – ভেসে যাচ্ছে মহাশূন্যে।
ইফেসাস রাজ্যের গুহায় ঘুমন্ত সাত যুবকের মতন,
রোমের প্রোটেস্টান্ট সমাধিভূমিতে;
চিরনিদ্রায় শায়িত বীভৎস বহিঃপ্রকাশ।
হে মহিমান্বিত নিকষ কালো অন্ধকার!
আপনাকে ভালোবাসার পূর্বে, ছিলাম – অদম্য,সেচ্ছাচারী,বেপরোয়া এবং অহংকারী।
অনন্ত ব্যথা নিয়ে, ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে, আঙ্গুলের ফাঁকে মুমূর্ষু সিগারেট!
হে মহান নশ্বর পৃথিবী –
স্বপ্ন আমিও দেখেছিলাম, আপনার মতন; যুদ্ধ থেমে থাকুক;
বে উপসাগরের তীর হতে ভেসে আসছে জন লেলন – এর “ইমাজ্যিন” সং।
সূক্ষ্ম এবং শীতল দৃষ্টি বিঁধে যাচ্ছে –
সমাধিভূমিতে; পূর্বপুরুষদের অদৃশ্য পবিত্র আত্মা – স্রষ্টার আহবানে যারা পাড়ি দিচ্ছেন পরকালের দীর্ঘ পথ,
প্রকৃতির দুর্লভ কোলে খুঁজে নিয়েছেন শেষ আশ্রয়।
অ্যালকোহলের অসুখের ঘোরে ক্রমশ তলিয়ে যাচ্ছি
নেশার্ত মস্তিষ্ক ও উন্মাদ জলজ বোধশক্তি সক্রিয় হচ্ছে –
রৌদ্রালোকিত নদী,পালতোলা নৌকা,মাছরাঙা,দূরের ড্যাফোডিল,
ব্ল্যাক এন্ড হ্যোয়াইট – এর খালি বোতলে ভুল করে ঢুকে পড়া ভয়ানক সূর্য – রক্তিম ভোর।

Add to favorites
1,403 views