আঁধারে আরতি -
রুপক চৌধুরী
Published on: মার্চ 9, 2020
অস্পষ্ট প্রতিমা তোমার আমার নেশাতুর চোখে,
সাইরেন বাজিয়ে যায় বিগত কুহেলিকার,
আমি পুরোহিত বেশে আরতি সাজাই শতবার,
উপাচার সাজিয়ে দিয়ে অদম্য নিরাশার,
দেবী তুমি তন্ময় হয়ে থাকো অজানা বসন্তে,
সেখানে আমি খুঁজি কোকিলের সুমিষ্ট কোলাহল,
বৈশাখ চলে আসে আমার বিভ্রান্ত পথে হেঁটে হেঁটে,
শেষ হয় না আমার ফাগুন বাসনা বর্ষার বুকে ডুবে,
তুমি রয়ে যাও নিয়ত ছদ্মবেশে সেদিনের ষোড়শী,
আমার ঋতুরাজ আসে আর যায় অবিরত,
তুমি ও এক অনির্বচনীয় সত্তা আগত মৃত্যুর মতো,
বোঝা যায় না,ছোঁয়া যায় না চেষ্টা করেও কতো,
যদিও অপলক চেয়ে তুমি থাকো কবিতার খাতায়,
সেখানে জন্ম-মৃত্যুর খেলায় মত্ত বেশ্যা ঘুণপোকা,
আমার অপাংক্তেয় চোখেরা তাই দেখেনা সে শ্লোক,
আঁধারে আরতি সাজায় নিত্য তারা,
অজ্ঞাত দেবী কোনদিন খুশি হোক আর নাই হোক।

Add to favorites
1,456 views