আকাংখা -
Khadija Yeasmin
Published on: আগস্ট 11, 2015
নিথর শব্দগুলো যদি আজ চঞ্চল হয়!
ভাষাহীন বর্ণগুলো যদি প্রেমের বর্ণতা পায়।
তবে তুমি কি আরেকবার কবি হতে চাইইবেনা?
.
আচ্ছা আমি যদি সন্ধ্যা প্রহরের সন্ধ্যারতি সিতারা হই??
তুমি কি সেই পথিক হবে না?
যে প্রতিটা মুহূর্তের জমানো অনুভুতিগুলো
গোধূলির শেষ প্রহরে কোন এক বিজন মরুতে গিয়ে শুধু তাকেই বলে!
যদি রাতের গভীরতা হই!!
নিশ্চয়ই তুমি ঘুম জড়ানো চোখে,
শিশিরের নোলক হাতে…
কুয়াশার চাদরে আমায় জড়াবে।
আমি তোমার মনের কোলাহল হবো,
ঐ হৃদয়ের হৃদঘন্টার ঘন্টিবাধক হবো।
তোমার না বলা কবিতা, না বলা প্রেমের প্রকাশ হবো।
তোমার পাজঁরের ধুকপুকানিতে ঘুম যাবো।
আমি যদি তোমার কষ্টের শিতল পরশ হই!!
হতাশার সমস্ত কালো রঙ মুছে ফেলতে পারবে?
যদি মুঠো মুঠো আশার আলো দেই!
প্রদ্বীপ্ত পথে ভালোবাসার একগুচ্ছ ফুল নিয়ে চলতে পারবে???
তাহলে সেই পথিক হইয়ো!
সিতারা তোমায় আলো দিয়ে যাবে।

Add to favorites
1,570 views