আকাঙ্খা -
Ariful Islam
Published on: জুলাই 22, 2020
আকাঙ্ক্ষা
আরিফুল ইসলাম
জীবনের প্রতিটি পঙক্তি এলোমেলো
বিশৃঙ্খলায় ভরপুর এ জীবন
যেদিকে দেখি শুধুই বিশৃঙ্খলা
হতাশায় ভরপুর এ পৃথিবী
মানুষগুলো বড়ই মায়াময়
তবুও কেন পৃথিবীর বুকে এত বিশৃঙ্খলা?
ভাইয়ে ভাইয়ে শত্রুতা,হিংসা,রক্তপাত
কাঁটাতারের বেড়ায় আচ্ছাদিত দেশ
ভূমি দস্যু,ধর্ষক,সুবিধাবাদী,চাটুকার লোকের
ভিড়ে।
ভালো মানুষ খুঁজতে চিড়িয়াখানায় যেতে হয়
শান্তি আনতে ফিরিয়ে আনতে আবার
ফিরে আসুন শান্তিদূত।

Add to favorites
488 views