আকাশ তলে শুয়ে পড়ি -
এইচ বি রিতা
Published on: ডিসেম্বর 5, 2017
চলতি পথে রাস্তার ধারে শুয়ে পড়ি যখন তখন
আঁধার হলে আরো ভাল
আলোতে সুখ খুঁজে পাইনা।
শুয়ে পড়ি খোলা চোখে
দৃষ্টি মধ্যকাশে সীমাহীন ঘুরপাক খায়
কতক পথিক যেতে যেতে থমকে দাঁড়ায়
বিস্মরণে চেয়ে দেখে আকাশ তলে পাগলামী খেলা
আমার বড় ভালো লাগে!
নিঃশ্বাস নিতে নিতে খোলা চোখ বুজে আসে
যতটা গভীরে দম টানা যায়
ততটাই গভীর থেকে বিষাক্ত নির্যাস ছুড়ে দেই বাতাসে
শরীরের বিষক্রীয়া বিদ্রোহ করে অবশেষে
নেতিয়ে পড়ে বিশুদ্ধ বাতাসের কাছে।
আকাশ তলে প্রতিবন্ধকতা ছুড়ে ফেলে
তাকিয়ে দেখি মুক্ত বাতাসে জীবন লুটুপুটি খায়
সেই জীবনে বিষ নেই, বিস্ফোরণ নেই
কঁচি সবুজের মত নির্মলতা আমায় ছুঁয়ে যায়
আমার বড় ভাল লাগে!
নিঃশ্বাস নিতে নিতে টের পাই চোখের পাতায় শিশির দানা
মোলায়েম আবেশে বলে যায়-
বেঁচে থাকা মন্দের নয়।
আমি এমনই অদ্ভূত অকারন
পুনর্জন্মের প্রত্যাশায়,
শুয়ে পড়ি আকাশ তলে যখন তখন
যতদূর দৃষ্টি যায় সীমাহীন গাঢ় আঁধার
কোমল বাতাসে ঢেউ তুলে আঁধার আমায়;
সন্মোহনী জীবনের গান শুনিয়ে যায়।
আমার বড় ভাল লাগে!

Add to favorites
1,940 views