আকাসকুসুম অভিসার -
রুপক চৌধুরী
Published on: জুলাই 21, 2019
স্তব্ধ হলে ঘড়ির কাঁটা রাত্রি যায় না থেমে,
তোমার থেকে চোখ সরালে ভাবনা যায় না দমে।
যাচ্ছি রচে অবিরত আকাশ কুসুম ঘোরে,
দেখছি ঠিকে’ই আমার ঊষা তোমার সজীব ভোরে।
মুক্ত মনে গড়ছি সেথায় একটি প্রেমের আলয়,
ভাঙ্গবে না সে আসুক যতো শক্তিশালী প্রলয় ।
তোমায় ছেড়ে থাকার শংকা সেই জগতে নাই,
হৃদয় বীণায় সুর ছড়ায়ে গানটি শুধু গাই ।
আকুলতা আকুল করে রাখবে জীবন সারা,
কারো চক্ষু শূল হবে না মোদের সজীব ধরা ।
কোন আকাশে গড়ি বলো এমন একটি ঘর,
বক্ষে তোমার শ্রান্তি লয়ে রইবো জীবন ভর ।
তোমার নীলে গা ভাসিয়ে খোঁজে নেব সুনীল,
জন্মান্তরে জীবন্ত থাক তোমার আমার মিল।
সেই আশাতে আকাশ কুসুম অসীম সুখে রচি,
বাস্তবতার অমোঘ আঁধার কল্পসুধায় ঘুচি ।

Add to favorites
1,668 views