ধুলো বালির জমছে মেলা
তাতে, ভূমিপতি মাটি মাপে,
ভৃত্য আবালে ভরছে মাটি
দংশিলো এ কোন কাল্ সাপে!
–
রত্ন তরীর বিশাল নদে
নীতির বোঝায় দেশ চলে,
নর পিশাচ তৈয়ারে সারা
মুক্তি মুক্ত বলির আড়ালে।
–
গত কালেও বিকৃত তারা
ভাবেনি শিশুতে শকুন চোখ,
দাওনি পূবের পিশাচ বলি
আজি তাই, দেখ তারা করছে ভোগ।
–
আমলাতন্ত্রের প্রভাতফেরী,
সাধারণ জীবনে কোপের তোপ!
আইনে ক্ষমতার প্রভাবফেলী
ধী-জ্ঞান সব পাচ্ছে লোপ।
–
বলি উপায় তবে একটাই বাঁচে
অপরাধীর তব আপেই মারি,
যেখানেই পিশাচ রসখেলা মাতে
সেখানেই হবে তার কৃত্ ফালি।

Add to favorites
1,090 views