আগাম খুনের ইশতেহার -
mahmudronymct
Published on: জুলাই 7, 2018
মুখবন্ধঃ কবিতাটি শুরুর আগে কিছু কথা বলে নেই। অ্যাক্রস্টিক কবিতা বলে কবিতার একটা ধরন আছে। এ ধরনের কবিতা গুলোর প্রতিটি চরনের প্রথম বর্ণগুলো পাশাপাশি সাজালে কোন একটি বক্তব্য, অথবা কারো নাম কিংবা অর্থবহ কিছু পাওয়া যায়। নিম্নোক্ত কবিতাটি অ্যাক্রস্টিক কবিতা। যার প্রতিটি চরনের প্রথম বর্ণগুলো পাশাপাশি সাজালে পাওয়া যাবে, “আমি তোমাকে নিজ হাতে হত্যা করতে চাই যাতে তুমি কারো অধিকারে না যেতে পারো”….
আজ আমি সিদ্ধান্ত নিলাম খুনী হবো
মিশকালো ছুরিটির দিকে তাকিয়ে চোখে বিজলি খেলে গেলো
তোমাকে কিভাবে উপর্যুপরি ছুরিকাঘাত করবো
মার্ডারার হওয়ার চিন্তা মন আকাশে উকি দিয়ে গেলো।
কেমন করে সহ্য করবো অন্যের হাতে তোমার হাত
নিঃসঙ্গ আমাকে ছেড়ে অন্য কারে সাথে কাটবে তোমার রাত।
জল্পনা-কল্পনা করতে গিয়ে আগুন ধরে যাচ্ছে শিরা-উপশিরায়
হার মানতে শিখিনিতো আমি, পারিনি কখনো চুপে চুপে নিতে বিদায়।
তেপান্তরের পথে হারানোর ইচ্ছে ছিলো তোমার সাথে,
হয়তো হারাবে তুমি, কিন্তু হাতটা রেখে অন্য কারো হাতে
ত্যাগ করতে চাইলেও ভোলো যায় না ভালোবাসাটাকে
কতটা স্বার্থপর আমি চেনোনি, শুধু চিনেছো আমার সরল হাসিটাকে।
রক্তক্ষরণ চলছে হৃদয়ে, রক্তের গ্রুপ এম-পজিটিভ, পারবে এনে দিতে?
তেষ্টা আমার বক্ষ জুড়ে, পারবে কি আমার শতজনমের তেষ্টা মেটাতে?
চাওয়া-পাওয়ার উর্ধ্বে উঠে, সবই নিরাসক্ত,
ইচ্ছাগুলো বন্দী হয়ে তোমার নেশায় আসক্ত।
যা হবে মানবো না আর ক্রমশ আধার মন আমার
তেতো হলেও সত্য এটাই হত্যা হবে সব তোমার।
তুমি না হয় জিতেই আছো, রঙিন স্বপন মশগুলে
মিথ্যা মায়ায় আটকে আমি, জানি না সে কোন ভুলে।
কাশবনের ওই কাশফুলেতে খুজে কি আমায় পাও
রোজ স্বপনে, ঘুম ভাঙনে দেখতে আমায় পাও?
অদ্যবধি স্বপ্ন ছিলো, স্বপ্ন মাঝে গল্প ছিলো, গল্প ছিলো ভালোবাসার
ধিক আজ সে স্বপ্ন ভাঙন, ধিক আজ তোমায় পাবার আশার।
কার হাতেতে হাত রেখেছো, কার কোলেতে দিচ্ছো ঘুম
রেশ কি কাটে তার মাঝেতে , তার ঠোটেতে দিয়ে চুম?
না উত্তর হলেও আমি কখনো তোমায় ছাড়বো না
যে পথে হাটছো তুমি সে পথ আমি রাখবো না।
তেজ না কোনো, নয় প্রতিশোধ, ভালোবাসায় মিশছে ঘুন
পাশ কেটে আর যাবো না তোমার ঠান্ডা মাথায় করবো খুন
রোগটা যখন ভালোবাসায়, ওষুধ তাইলে শোনো তোমায়, খুন করবো কেন তোমায়? কারন তুমি শুধুই আমার।
০৭-০৭-২০১৮

Add to favorites
637 views