আছো কাছে -
Nancy Dewan
Published on: জানুয়ারী 13, 2021
তারিখঃ ১৩-১-২০২১
আছো কাছে
সন্ধ্যা বেলার বৃষ্টি ভেজা
সুভাষ মাখা ফুলের তোরা,
তোমার দিলাম,
রঙিন স্বপ্নে তোমার দেখি ।
নয়ন জুড়ে,
মায়ার অচল ভোরে
দূরে যেয়েও তুমি আছো কাছে
তুমিই আছো
তুমি রইবে এই মন জুড়ে ।

Add to favorites
604 views