আত্মবিলাপ -
এইচ বি রিতা
Published on: ফেব্রুয়ারী 20, 2017
কারো ভুলে যাওয়া বা দূরে চলে যাওয়ায় আমি কষ্ট পাইনা। একেবারেই পাইনা। কষ্টের অনুভূতিগুলো সব ঝেড়ে ফেলেছি গা থেকে। আমি কেবল দেখি হুট করে মানুষের বদলে যাওয়া, দেখি মানুষের নিষ্ঠুরতা। দেখি প্রতি মুহূর্তে মানুষ কেমন খোলশ পাল্টায়। দেখি ভালবাসার দাবীতে নাছোড়বান্দা অভিমানগুলোর কেমন বুক পুড়ে যায়। প্রতিজ্ঞার আড়ালে স্বপ্নভঙ্গ দেখি, অভিমানে অভিযোগে ভিতরে সাদা হতে লাল, লাল হতে বেগুনী, বেগুনী হতে নীল বর্নে ছেয়ে যাওয়া দেখি। অশ্রুসিক্ত কাজল দিঘী নয়নে হতাশাকে স্থবির হয়ে যেতে দেখি। পলক ফেলতে গেলে অসহনীয় ব্যাথায় ছিটকে উঠি। তবু দেখে যাই।
বদলে যাওয়া খুব সহজ। চির সত্য। কিছু কিছু সত্য বড় বেদনাময়। কিছু কিছু সত্য মেনে নিতে বুকের পাঁজর ভেঙ্গে গুঁড়ো হয়ে যায়। বুকের হৃদপিন্ডটা নীলে কালোয় মিলে কি যে এক বিচ্ছিরি রঙ ধারণ করে! মনে হয় চোখের পাতায় বুঝি নেমে এলো অবেলায় সন্ধ্যা; তবু মানতে হয়।
কারো ভুলে যাওয়ায় দূরে চলে যাওয়ায় আমি কষ্ট পাইনা। কষ্টের অনুভুতি গুলো সব ঝেড়ে ফেলেছি গা থেকে। মাঝে মাঝে কিছু একটা খুব ইচ্ছে হয়। কিন্তু গলার কাছটায় আকাশ পরিমান বেদনা এসে চেপে ধরে। বুঝে পাইনা কি বলতে চাচ্ছিলাম, কাকে বলতে চাচ্ছিলাম। মনে হয় কেউ একজন বুঝে নিক, কেউ একজন বুঝে নিক আমার না বলা অভিমানগুলো। কেউ একজন খুঁজে নিক গোপনে সংরক্ষিত আমার এক আকাস শুভ্র স্বচ্ছ নীলাকাশ।
কারো ভুলে যাওয়ায় সত্যিই আমি কষ্ট পাইনা। কষ্টের অনুভুতিগুলো সব ঝেড়ে ফেলেছি গা থেকে।

Add to favorites
597 views