আন্দোলন -
Nilufa Begum
Published on: জুলাই 4, 2018
ওরা দেখেছে শুধু তোমাদের চোখের আগুনের ফুলকি
ওরা শুনেছে শুধু তোমাদের বজ্র কন্ঠের তরঙ্গায়িত ধ্বনি,
ওরা বোঝেনি একটা মায়াময় চোখ
কখন রক্তাভ হয়
ওরা বোঝেনি একটা ধ্বনি কি করে
অজস্র ধ্বনিতে রূপান্তরিত হয়।
আন্দোলন মানে তো ধবংস বা হত্যা নয়
নয় বাহুবলের পৈশাচিক শক্তি পরীক্ষা
আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে ন্যায্যতার প্রতিষ্ঠা,
সমান অধিকারের বিশ্বস্ত লড়াই
বঞ্চিত ছাত্র- ছাত্রীর একটা চাকুরী
না থাকা করূণ কান্নার উত্তপ্ত সমাপ্তি।
ওরা জানেনা লাঠি চালালেই
অথবা রামদার ব্যবহারে বিক্ষত করলেই
আন্দোলনকে থামিয়ে দেয়া যায় না,
ওরা জানেনা নিষ্ঠুর নির্দয় হায়েনার কামড়ে
জাগ্রত ছাত্র-ছাত্রীর আন্দোলন শান্ত হয় না।
বার বার ন্যায্য অধিকার আদায়ে
দুর্দমনীয় প্রতিজ্ঞায় তোমরা আসবে ফিরে
অন্ধকার কেটে যাবে নতুন সূর্যোদয়ে
তোমাদের সংগ্রামের দাম দিতেই হবে।
২রা জুলাই, ২০১৮।

Add to favorites
657 views