“আপেক্ষিকতা”। -
রুপক চৌধুরী
Published on: অক্টোবর 8, 2017
ভালোবাসা,সেতো শুধু চৈতন্যের মতিভ্রম,
নিষ্ঠুরতাই সত্য ।
ভালোবেসেও আমরা নিয়ত নিষ্ঠুর হই,
তোমাকে আপন করে পাবো বলে,
প্রয়োজনে,পোড়াতে পারি
ট্রয়ের মতো সুশোভিত সভ্যতা,
খোঁপায় গুঁজবো বলে লুটতে পারি গোলাপের বাগ,
ভুলে গিয়ে কে বাড়ালো তার চারিত্রিক সুষমা ।
ধর্মের বাণী নয়;ধর্মকেই বড় করি,
দিকেদিকে উড়িয়ে নিষ্ঠুরতার করাল ঝান্ডা ।
মানুষ যেখানে আর থাকে না মানুষ নামে,
কারনে অকারণে একে অন্যরে ঘাত প্রতিঘাত হানে,
সূর্য উন্মাদ উষ্ণায়নে,
চন্দ্র লাবণ্য ছড়ায় আভিজাত্যের ডেরায়,
কাঁটাতারে থেমে যায় উদ্বাস্তুর কাঙ্ক্ষিত
দিগন্তের হাতছানি ।
আপেক্ষিক বিশ্বাসে তাই আজ মানি,
ভালোবাসা, সেতো শুধু চৈতন্যের মতিভ্রম,
নিষ্ঠুরতাই সত্য ।

Add to favorites
873 views