আবার দেখা হবে -
Abdur Rahim
Published on: জুলাই 4, 2020
দেখা হবে বন্ধু,
কোন এক সোনালি সকালে!
দেখা হবে বন্ধু,
একাকি কোন এক বিকেলে!
দেখা হবে বন্ধু,
কোন এক অবসরে!
দেখা হবে বন্ধু,
কোন এক কষ্টের ভিড়ে!
দেখা হবে বন্ধু,
শত ব্যাস্ততম সময়ের ভিড়ে!
দেখা হবে বন্ধু,
নতুন দেখা এক ভোরে।।

Add to favorites
1,180 views