আবেগকাননে জলছবি -
এইচ বি রিতা
Published on: মার্চ 2, 2016
চলতি পথে চকিত বচন
অর্ঘ্যথালায় বিন্দু জল শোষন
শুনিতে কি পাও রোদসীর আলয়ে
বক্ষ ফাটা আঁধারের ক্রন্দন?
নহে নহে ভীরু, নহে হীনবল
বেদনে তারে বৈধব্য করিছে
অমোঘ নিয়মে চিত্ত চঞ্চল।
জপেছি শয়নে স্বপনের দ্বারে
বাহুডোরে জাপিয়া রাখিও মোরে
ক্ষনেক আঁখিপাত চকিতে বর্ষন
প্রিয় একবার বলো ভালবাসো মোরে।
নহে নহে ছলনা, নহে অভিসম্পাত
কুটুম্বিতা করিতে চিত্তহরষে
অপয়া জ্বালিছে দ্বীপ-প্রভাত।
চলতি পথে চকিত বচন
ইন্দ্রিয় অপ্সরী জড়ায়ে কঙ্কণ
অবিরল ছন্দে হ্নদি তুলিছে ঝড়
লীলানৃত্যে ধরনী করিছে বর্ষণ।
নহে নহে মদ, নহে নতশির
এ কেবলই রোদসী যাতনা
লভিনু আঁখিযুগল পূর্ণ নীর !

Add to favorites
3,672 views