আবোল তাবোল -
Erinaronno123
Published on: জুলাই 28, 2019
আবোল তাবোল*******
ছন্দ মিলেই যদি
ছড়া হয়ে যেত
প্রতিটি মানুষ তবে
কবি হয়ে যেত।
কবি গুরু,নজরুল হওয়া
এত সহজ নয়
দু কলম লিখে ভাব
লেখা কঠিন নয়।
হাবিজাবি লিখে কেউ
ভাবে কবি নিজে
বিচারক সেজে আবার
বিচার করে সে যে।
আগে দেখ নিজ লেখা
ভরেছে কি ভুলে
কি অর্থ প্রকাশ করলে
ছন্দের মিলে!
নিজেই রাজা সেজে
বিচার করো ইচ্ছা মত ।
যেটা করলে নির্বাচিত
দেখ ওতে ভুল কত?
চোখ বেঁধে করো ঠিক বিচার
করো জ্ঞান লাভ আগে সবার।
লেখা যদি অর্থবাহী না হয়
কবি হওয়া এত সহজ নয়।

Add to favorites
711 views