আমরা সব ভুলে যাই -
আলী আহম্মেদ
Published on: অক্টোবর 22, 2016
ভুলে গেছি জন্মের দিন
ভুলে গেছি মায়ের দেয়া ঋণ।
ভুলে গেছি বাবার আদর শাসন
ভুলে গেছি ছিলাম কত ভাই বোন।
ভুলে গেছি প্রিয় ছেলে বেলা
ভুলে গেছি কিশোরীর শত অবহেলা।
ভুলে গেছি পথের প্রান্তর, মাঠ-ঘাট
ভুলে গেছি না পাওয়ার কষ্টাঘাত।
ভুলে গেছি জীবনে কত স্বপ্ন ছিলো
ভুলে গেছি কে পাঠিয়েছিলো।
ভুলে গেছি কি জানি কি পাবো
দিব্যি ভুলে গেছি কোথায় যাবো।
সকালে যা হয় বিকেলে ভুলে যাই
বিকেলে যা হয় সন্ধ্যায় ভুলে যাই।
সন্ধ্যায় যা হয় রাতে ভুলে যাই
রাতে যা হয় সকালে ভুলে যাই।
আমরা ভুলে যাই, প্রতিদিনই ভুলে যাই,
যা হচ্ছে সবই ভুলে যাই।
যা হবে তাও ভুলে যাবো দ্রুত
ভুলে যাওয়া হচ্ছে মৃত্যুর মত ধ্রুব সত্য।
20 October 2016

Add to favorites
1,826 views