আমাদের কি হবে -
এইচ বি রিতা
Published on: মার্চ 10, 2019
আপনি বলেছেন স্বীয় প্রভূর প্রতি নিশ্চিত আনুগত্য প্রদর্শন করো
শিরক করোনা
কেননা তিনিই তোমাদের জীবন রক্ষাকারী
আপনি বলেছেন ধরনীতে আপনার সৃষ্টি প্রকৃতিকে মহিমান্বিত করবে
কেননা আপনি সেরা সৃষ্টিশীল এবং
আপনার লক্ষ কোটি সৃষ্টিকে ঘিরে আছে আপনার প্রেরিত ফেরেস্তা ও আশীর্বাদ
কিন্তু আমরা যারা আপনার সুরভিত বাগান হতে সমূলে বিনাশ
আমরা যারা দূর্গন্ধময় জলাশয়ে পতিত, তাদের কি হবে?
লক্ষ কোটি প্রাণ আমরা ক্ষুদার্ত, আমাদের কি হবে?
আমরা শ্বাশত চিরসুন্দর আপনার ভাস্কর্য্য শিশু,
আমাদের মাথায় হাত বুলানো দরকার
আমাদের কি হবে?
আমরা নিপীড়িত জনগোষ্ঠী বাক স্বাধীনতায় বধীর
আমাদের কি হবে?
আমরা পুঁজিবাদী সমাজে ইঁদুর-বিড়াল লড়াইয়ে বুর্জোয়া-প্রলেতারিয়েত শ্রেণি
শোষণ শাসনে কে কাকে হারাবে?
আমরা সাম্যের লড়াইয়ে শ্রেণি বিভাযনে নিস্পেষিত
আমাদের কি হবে?
আমাদের দৃষ্টি প্রসারিত করার সুযোগ নেই
সংকুচিত দ্বিধাগ্রস্থ বিবেকে আমরা অন্ধকারে নিমজ্জিত
আমাদের কি হবে?
আমরা হাজার-লক্ষ অত্যাচারিত অবলা যাদের সম্ভ্রম নিরাপত্তা চাই
আমাদের কি হবে?
আপনি বলেছেন সবর এক এমন যন্ত্র, এমন তীর, এমন সৈনিক
যে কখনো লক্ষ্যভ্রষ্ট হয়না
আপনি বলেছেন,
‘হে ঈমানদানগণ! সবর ধারণ কর এবং মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন কর’
আপনি আরো বলেছেন,
‘আর তোমরা সবর ধারণ কর। নিশ্চয়ই আল্লাহ তা’আলা রয়েছেন তোমাদের সাথে’
হে বিশ্ববিধাতা! হে অভীক নৃপতি!
আমরা যারা প্রতিনিয়ত শোষিত- প্রশ্ন জর্জরিত
আমরা যারা আপনার অনুকম্পায় ধৈর্য্যহীন
আমাদের কি হবে?১০

Add to favorites
2,055 views