আমাদের পরিবার -
Mithila
Published on: মে 21, 2019
গ্রুপটা কেমন মন চুপসে গেছে
নেই যে তাতে কোন ছন্দ
হতাশা আপুও আগের মতো নেই
করে না আর গাল মন্দ।
মিলন ভাই এখন কেমন জানি
ঘুরে না আর মেয়েলোকের পিছু
জাহাঙ্গীর ভাইও চুপসে গেছে
কয়না ভাল মন্দ কিছু।
মনির ভাই খুব জ্ঞানী ভাবুক
আসাদ ভাই শ্মশান ঘাটে
লেয়াকত ভাই চিপা চাপায়
আমিন ভাই ঘুরে মাঠে।
আজু ভাইও আড্ডায় কম
তার পোস্ট দেখে খুব হাসি
আরাফাত ভাই বউ পাগলা
আলী ভাইয়ের করসে কাশি।
ফয়সাল থাকে চুপ চাপ
নড়ে চড়ে কম
আরমান ভাই নতুন মানুষ
নিতাসে সুযোগে দম।
সুরাইয়া আপুও হারিয়ে গেলো
খুব মিস করি তাকে
সুমাইয়াকেও দেখি তবে
নানান ব্যস্ততার ফাঁকে।
তন্দ্রা আছে আঁকা জোকায়
রুমা আপু হঠাৎ উধাও
পরী আপু খুব অসুস্থ
ভালো করুক খোদায়।
জয় ভাইয়ের ক্ষয় নাই
বলবো কি আর তাকে
রূপক ভাই অদৃশ্য মানব
হারাইসে পথের বাঁকে।
সবাই কেমন ঝিমিয়ে গেছে
অল্পতেই সব কাবু
সব কিছু উপেক্ষা করে শুধু
ঠিক আছে ডার্ক আপু।
অবশ্য আমরা বন্ধুত্বের বেলায়
ফর্মালিটিস মানি না
জানি আমরা এক পরিবার
তোয়াক্কা কাউরে করিনা।
17-07-2018

Add to favorites
733 views