আমার কাব্যে তুমি।_______রুপক চৌধুরী। -
রুপক চৌধুরী
Published on: ডিসেম্বর 24, 2015
রাজনীতির মাঠে আমি কমিউনিস্ট নই,
তাই বলতে পারি না,
কার্লমার্কস ,মাওসেতুং নয় লেনিনরা
আমার আদর্শ।
সুকান্তের মত বলা হয় না,
“প্রেমে পড়ে কাব্য রচনা আমার কাছে
নেক্কারজনক”।
পাছে তার বিপ্লবী সত্তা উদ্বাস্তু হয়
ফাল্গুনের মাতাল হাওয়ার তোড়ে,
এমন নয় যে সে রচেনি প্রেমের কবিতা,
তাই শত দুর্ভিক্ষের ভিড়েও আমার
কাছে,
চাঁদকে চাঁদই লাগে,রুটি নয় কভু।
গনতন্ত্রের পূজারী আমি,
দুই সেকশন হলো ভোটার হয়েছি,
প্রথম ধাপে আমার গনতান্ত্রিক আস্ফালন,
মুখথুবড়ে পড়েছে সতন্ত্রের দ্বারে,
শেষ বার আমার গনতন্ত্র জয়ী বিনা
ইলেকশনে,
বুঝে গেছি,এই ধনতান্ত্রিক পুঁজিবাদী
গনতন্ত্র
ঠিকেই চলবে আমাকে ছাড়া।
রাজতন্ত্র, স্বৈরতন্ত্র আর একনায়কতন্ত্র,
সেযে একই দেবতার বিভিন্ন রুপের
স্তুতি,
এত উগ্রতা ফুল ফুটায় কি কাব্যের বনে?
প্রকৃতিতন্ত্রে যতটুকু বিমোহিত হইনা
কেন,
তার তুলনা হয় না,
মহুয়া ফুলের নির্যাসে মাখা তোমার
চুলের ঘ্রানের সনে।
নদীর মত যতই বাঁক নেয় আমার কাব্য
রেখা,
নাই বা জানো, আজও তার শেষ গন্তব্য
প্রেম তুমি,
যদি জানো ছিটেফোঁটা,
সেই সংবাদে নাওয়াকেফহাল আমি।
শুধু বারে বারে,তোমাকেই ছুয়ে যায়
আমার এই শৈল্পিক পাগলামী।

Add to favorites
925 views