আমার তখন কতই বয়েস -
গোপেশ দে
Published on: আগস্ট 28, 2016
মেয়েটি বড্ড লাজুক
যেন লজ্জাবতী গাছকে দূরে দেখা
ছাদের রেলিং ঘেষে যেন চিত্রাহরিন
দাঁড়িয়ে আছে।
আমার তখন কতই বয়েস
কণ্ঠে তখন ভরাট স্বর
গোঁফের রেখা লজ্জা বাড়ায়
আমি তখন সবটা বুঝি
ছি ছি ওসব বলতে আছে!
রেলিং ধরে দাঁড়িয়ে আছে
চিত্রাহরিণ,লজ্জাবতী।
বুকের ভেতর সুরের খেলা
রাজেশ খান্না স্বপ্নে আঁকা
কেমন যেন অনুভূতি!
অবুঝ মনের বরফ গলা
তপ্ত স্রোতের বয়েস বুঝি
আমি তখন সবটা বুঝি
ছি ছি ওসব বলতে আছে!
আমার চোখটি পাখির মতন
তখন রঙের ছটার নাচন
ছটফটানি দেখলে তাকে
চিত্রাহরিণ রেলিং ধরে
হাসছে যেন লজ্জাবতী।
পড়তে বসে অঙ্কেতে ভুল
মাথায় কত ভাবনা আসে।
আমার তখন কতই বয়েস
কণ্ঠে যেন ভরাট স্বর!

Add to favorites
1,627 views