আমার পণ (প্যারোডি) -
Emran Hasan Joy
Published on: অক্টোবর 29, 2016
সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
সারাদিন আমি যেনো ভাব লয়ে চলি।
দোকানে বসিতে কয় মোর বাপজানে,
আমি মহা ব্যাস্তলোক সে কেনো না জানে?
পাড়ার সকল মেয়েরে আমি ভালবাসি,
মোম হয়ে গলেযাই যবে দেখি হাসি।
পার্টির পোলাপান মিলে সদা ক্যারাম খেলা,
গেঞ্জামের টাইমে মোরা নাহি করি হেলা।
বুকে বড় ব্যাথা হয় অন্যের সুখে,
বকা ছাড়া কথা নাই আমাদের মুখে।
সাবধানে থাকো পোলা হুশিয়ারী রাখি,
রগ যাবে কাঁটা যদি এ গলিতে দেখি।
চোখ তুলে কথা কেও না কয় মোর সনে,
সকালে উঠিয়া এই বলি মনে মনে..।
মূল কবিতা….
#আমার_পণ
#মদনমোহন_তর্কালঙ্কার
সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
সারাদিন আমি যেন ভাল হয়ে চলি।
আদেশ করেন যাহা মোর গুরুজনে,
আমি যেন সেই কাজ করি ভাল মনে।
ভাইবোন সকলেরে যেন ভালবাসি,
এক সাথে থাকি যেন সবে মিলেমিশি।
ভাল ছেলেদের সাথে মিশে করি খেলা,
পাঠের সময় যেন নাহি করি হেলা।
সুখী যেন নাহি হই আর কারো দুখে,
মিছে কথা কভু যেন নাহি আসে মুখে।
সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি,
কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি।
ঝগড়া না করি যেন কভু কারো সনে,
সকালে উঠিয়া এই বলি মনে মনে..।

Add to favorites
1,361 views