আমার ভাষা মধুর ভাষা -
এইচ বি রিতা
Published on: ফেব্রুয়ারী 7, 2016
মায়ের কোলে বাংলা ভাষায় আধো আধো বুলি
তারই কৃপায় দোলে দোলে বাংলার পথে চলি।
বাংলা মোদের রাষ্ট্রভাষা বাংলা মায়ের গর্ব
বাংলার তরে সকল ভাষার মান হয়েছে খর্ব।
বায়ান্নর সেই ফাগুন দিনে বাজি রেখে নিজ প্রাণ
রক্ত ঢেলে বাংলা ভাষার রেখেছিল সন্মান।
সালাম, বরকত, রফিক, শফি, জব্বরের বিসর্জন
ক্ষুদিরাম যতীনের রক্তে লেখা বাংলার প্রিয় গান।
রাষ্ট্রভাষা বাংলা ভাষা শ্লোগানে শ্লোগানে
বাংলা মায়ের দামাল ছেলে শিমুল পলাশ বনে।
এই ভাষাতেই কাব্য রচে কবি যাচে স্বপ্ন
এই ভাষারই চরণ তলে শত মায়ের রত্ন।
আজ ফাগুনে তাদের স্মরি শহীদ মিনার তলে
দুঃখী মায়ের অশ্রু গাঁথা শিমুল পলাশ ফুলে।
কৃষক মজুর তাঁতীর ভাষা বাংলা মধুর ভাষা
এই ভাষাতেই জুড়ায় মোদের প্রাণের সকল আশা।
শিশির ফোঁটায় প্রভাত আলোয় বাংলা ভাষার ধ্বনি
জন্ম কালে চোখ খুলতেই বাংলা ভাষা শুনি।
বাংলা আমার মায়ের ভাষা কত শহীদের দান
কত শহীদের রক্তে লেখা ফেবরুয়ারীর গান।
বাংলা আমার এমন ভাষা নেই কোন যার জুড়ি
লক্ষ কোটি হীরা সোনা মূল্যহীন ধন নূরী।

Add to favorites
3,131 views