আমার সকাল -
এইচ বি রিতা
Published on: জুন 30, 2017
দুঃশ্চিন্তায় পোড় খাওয়া জীবন
জেগে উঠে আবারো এক প্রভাতে সীমাহীন আঁধারের কোল ঘেঁষে
ব্যথা সয়ে যাওয়া মন নীল পাখীর খোঁজে,
যত্রতত্র শ্বাসচেপে জখম বাড়ায় নিজ শরীরে।
এভাবেই প্রতিদিন সকাল আসে নিত্য সাজে
ফুল নয়, এক গুচ্ছ হাইড্রেনজিয়া হাতে
বিষক্রীয়া ছড়িয়ে সন্মূখ পথ,
পৌঢ়তায় বুড়িয়ে যায় বিষাদময় সকাল।
পড়ে যেতে যেতে শূন্যের ভিতর
আৎকে উঠে দেখি সামনে আজব জঙ্গল
আত্মহননের ব্যগ্রতায় যেখানে চলে মৃত্যুর মিছিল।
দুরন্ত ক্ষিপ্রতায় অনিশ্চিত জীবন,
বল আর কতকাল শুনাবে ঝরা পাতার গল্প!
তবু সরে যেতে যেতে শিরদারা সটান করে দাঁড়াই
অন্ধকার হাতরে চোখের জলে সলতে ফেলে আলো জ্বালি,
হাতের তালু ফেটে ক্রোধ জানান দিয়ে যায়;
উর্বর নীল আকাশ কখনো মধ্যাহ্নে ছুড়ে দিয়ে যাবে সুগন্ধি বাতাস।
এখনি শেষ নয়,
শেষ বলে কিছু নেই, ইতিহাস নেই
বিবস্ত্র নারী দেহ কেবল সঙ্গমের জন্য নয়;
পৃথিবী ধ্বংসের সূচনালগ্ন বটে।

Add to favorites
299 views