আমিও মানুষ -
Md Mamun
Published on: ডিসেম্বর 30, 2016
আমিও মানুষ
হে মহাজন তোমার দয়া চাহিনা আমি
এই পৌষ্য কাক ডাকা ভোরে।
নহে কারো করুনা হবার পাত্র আমি
এই দিব্য রঞ্জক নগরে।
শিথিল নহে মোর ষষ্ঠ ইন্দ্রিয় যে
পয়সা বিনা শ্রবণ করিব তোমার বানী
যাহা স্বীকৃতি পায়নি কোনো ধর্মে।
ঈশ্বর নহে তুমি মানিব অন্ন দাতা!
নহে শিথিল মোর রক্ত নহে বলহীন মোর দেহ।
হয় যদি ধরিতে তলোয়ার,
দেখিবে তুমি রাঙা রক্তের প্রবাহ ।

Add to favorites
758 views