আমি অষ্টাদশী নই -
সেরাফিন মন্ডল
Published on: জুলাই 16, 2021
তখনো আমি অষ্টাদশী নই
বয়স কতইবা
পনের শেষ করে ষোল
অথবা সতেরর সীমান্ত ছুঁয়েছি কি ছুঁইনি
একদিন মেঘ ডেকে বলল
আমায় ছোঁবে এসো
আমি কেমন ছুঁয়েছি তোমার জানালার আস্তিন
আমি দিশেহারা
উথাল পাথাল ছুটছি
আজ মেঘেদের ছুঁয়ে দেবই,
চোখে পড়েনি ঘন আঁধারে
শেষ বিকেলের অমাবস্যা
নক্ষত্রদের মুড়ে পাত পেতেছে
পাখীদের ফেলে আসা উঠোনে,
কেঁদে বললাম
আঁখি মুদে ঘ্রাণ নেও এক চিলতে
গন্ধ পাবে নির্বাক ষোড়শীর
অথবা কুলীন সপ্তদশীর,
এখনই কালি মেখে দিও না
আমার চোখের জলে,
আলপনা রয়েছে বাকী,
এঁকে দেব নিঃসঙ্গ আকাশের সিঁথিতে
মেঘ ছুঁয়ে গেয়ে যাব ঘুমপাড়ানি গান,
আমি অষ্টাদশী নই,
আজ আমি ছুঁয়ে দেব মেঘ
ছুঁয়ে দেব আকাশ।

Add to favorites
925 views