আমি আর চোখ অতঃপর রাতের আকাশ -
আসাদুজ্জামান শাওন
Published on: ডিসেম্বর 27, 2015
আমি আর চোখ অতঃপর রাতের আকাশ
আসাদুজ্জামান শাওন
————————————————
চোখ এসো আজ তুমি-আমি দু’জনে মিলে কাঁদবো,
আমি কান্নার অভিনয় করবো আর তুমি!
অশ্রু নিক্ষেপ করবে পারবে না।
তারপর রাতের আকাশ দেখবো-
যদি রাতের আকাশে তারা থাকে,
না হয় তুমি-আমি গুনবো।
কিন্তু আমরা রাতের আকাশ দেখবো!
রাতের আকাশ মনে থাকবে তো।
হয়ত কিছু সময়ের জন্য চোখ তুমি নির্বাক তাকিয়ে থাকবে,
আমি না হয় দীর্ঘশ্বাস ছুঁড়ে দিবো।
কিন্তু আমরা রাতের আকাশ দেখবো!
তারপর চোখ তুমি না হয় একটু ঘুমিয়ো,
আমি না হয় কল্পনায়
একা একাই মৃত্যু সমুদ্রের ঢেউ গুনবো।
কিন্তু তার আগে আমরা রাতের আকাশ দেখবো!
কথা দিলে তো চোখ,ভুল যেন না হয়।

Add to favorites
3,176 views