আমি এক হতভাগী মা -
এইচ বি রিতা
Published on: জানুয়ারী 2, 2015
মুঠোবদ্ধ হাতে,
এখনো দেখি এ কার অস্তিত্ব?
হাসতে হাসতে কাঁদার ধ্বনি
তুই যে আমার দৃষ্টিদানের মনি
খোকা,আমিই তোর জন্মদাত্রী মা অভাগিনী!
অপদার্থ জননী আমি নিজেকে ধিক্কার দেই
হৃদয়ে রক্তক্ষরণ অশ্রু বিন্দু হয়ে ঝড়ে পরে
খোকা, তোকে মানুষ করা ছাড়া আর কিছুই দিতে পারিনি!
প্যারিস টাওয়ার, ময়ুরাক্ষী নদ, বহুতল ভবন
দামী পোষাকে রাজহংসী ঘোড়া, কিংবা
সুখ পাহাড় সমতল;
কিচ্ছু দিতে পারিনি তোকে খোকা!
দিয়েছি কেবল একটি নিরাপদ আশ্রয়,মাথার উপর ছায়া
আরো কিছু চিড়ে মুরি গুড়,
অপাঙতেয় কিছু মায়া!
যাতনার কিছু নির্ঘুম রাত
বুকের ছাতি ভেদ করা জীর্ণ গুটি কয়েক হাড়
উচ্ছিষ্ট বাসি খাবারের মতই
পুষ্টিহীনতায় স্তন যুগল শুষ্ক কঙ্কালসার।
হতভাগী জননী তোর আমি,
ধিক্কার ধিক্কার!
কি দিয়েছি বল তোকে
দামী গাড়ি না বিশাল বাড়ী?
নয় মাস দশ দিন গর্ভে রেখেছি কেবল
কষ্টের তীব্রতায় কিছু রাত দিয়েছি পাড়ি!
খোকা, তুই দুঃখ করিস না
মুখ ফিরাস নে যাদু অভিমানে
তোর মুখে বিষাদের ছায়া দেখে
অভিশাপ লাগে প্রাণে
যদি পারিস উপহাস করিস,
তবু ক্ষমা করিস না খোকা;
আমি তোর হতদরিদ্র মা!
কিইবা করেছি তোর জন্যে?
কেবল মুখের খাবার তুলে রেখেছি যতনে
তুই খাবি বলে!
খোকা, আজ বুকে ভীষন ক্ষরা
শুনেছি তুই ভালো আছিস আমায় ছাড়া
বুকের ভিতর কি যেন ভাঙছে প্রতিনিয়ত
চলে যাওয়ার আমার বড় তাড়া!
যদি ব্যথায় কাঁদিস কখনো, হুচট খেয়ে যাস পরে
হাত বাড়িয়ে ডাকিস আমায়
ছুঁটে আসবো দেখিস, পৃথিবী পিছনে ফেলে!
খোকা তুই ভালো থাকিস
শীতের রাতে মনে করে গায়ে কাঁথাটা রাখিস!
ভাল থাকিস খোকা,
অভাগিনী মা’রে যাস ভুলে,
দুঃখ নদে আজ চর ভাসিয়ে
আমি গেলাম চলে।

Add to favorites
983 views