আমি নসিমনঃ ০৮. প্রভেদ -
এইচ বি রিতা
Published on: মার্চ 19, 2018
ভিন্নতা দ্বারা অন্ধ হয়ে আমরা প্রায়ই ভুলে যাই যে আমরা সবাই উপাদান ও উপকরণে একই। আমাদের মানগত বৈশিষ্ট ভিন্ন হতে পারে, ব্যক্তিবোধ ও নীতিবোধ ভিন্ন হতে পারে, কিন্তু মূল কথা যা, তা হল- টিকে থাকার জন্য, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা সবাই যুদ্ধ করি।
সে যুদ্ধে প্রায়শই নৈতিকতা ও মানবতা ধরাশায়ী হয় বিবেকের কাছে। নিজেকে টিকিয়ে রাখার যুদ্ধে ভেদাভেদ টানি ধর্মে, ভেদাভেদ টানি শ্রেণিতে, পার্থক্য নির্ণয় করি মানুষে মানুষে।
অথচ পার্থক্য নির্ণয়কালে আমরা ভুলে যাই জন্ম নেয়ার সবচেয়ে বড় ভয় হচ্ছে- লাভ ও ক্ষতির অভিজ্ঞতা মোকাবিলা করা। যদি জন্মের পর চিরসত্য বলে কিছু থেকে থাকে, তবে তা হল, যতই ভিন্নতায় আমরা নিজেদের জীবন কাটাই না কেন, একদিন হারানোর অভিজ্ঞতা আমাদের হ্নদয়কে ব্যথীত করবেই। কিংবা নিজেরাই হয়তো অন্যদের সে অভিজ্ঞতা দিয়ে হারিয়ে যাবো।
আমরা লক্ষ্য করিনা কিভাবে প্রতিটি অনুকনা পরিচালিত হয়। লক্ষ্য করিনা কিভাবে আমরা শুধু একটি নির্দিষ্ট যাত্রা থেকে পৃথিবীতে এসেছি। আমরা লক্ষ্য করিনা কিভাবে রাতের আঁধারে সূর্যরশ্মি অদৃশ্য হয়ে যায়! আমরা ছুটি পৃথকীকরণে, আমরা দেখি পার্থক্য; বুঝি মানুষে মানুষে বিভেদ।
বাবা বলতেন,
“নদীরে তোর ভাটা দেখে আমার লাগে ভয়
কবে যানি তোর মত আমার একি দশা হয়।”
আমার বাবা ছিল অদৃশ্য এক জ্ঞানশক্তি যিনি জীবন ও যাপনকে মিলাতে কখনো ভুল করেননি। আমি বাবার মত জ্ঞানী নই। আমি পৃথিবীর জমিনে হেঁটে বেড়ানো ক্ষুদ্র এক পিপীলিকা। সবুজের গায়ে দানা দানা ভোরের শিশিরে হুটহাট মিলিয়ে যাই। বাবা খুঁজতেন বেঁচে থাকার মানে। আমি খুঁজি সংকটপূর্ণ ঘোর অন্ধকারে বিপন্ন আত্মায় স্মৃতিচিহ্ন! জীবনভর বেঁচে থাকার লড়াইয়ে জীবনের মানে খুঁজে যাওয়াই আমাদের আরেক লড়াই। সেই লড়াইয়ে আমরা ভুলে যাই পৃথিবীতে অবিনশ্বর বলে কিছু নেই, সুখ-দুঃখের কোন অনুভূতি নেই।
লড়াইয়ের আরেক নাম স্টিফেন উইলিয়াম হকিং, মহাবিশ্বের দুর্বোধ্যতার সাথে সাপলুডো খেলে যাওয়া অবিশ্বাস্য বিজ্ঞানী যিনি পড়া ফেলে বেপরোয়াভাবে নৌকো বাইতে ভালবাসতো একদিন, তিনি বোধহয় কখনও ভাবেনিননি যে তার জীবনের শেষ দুই-তৃতীয়াংশ জুড়ে তিনি শুধু নিশ্চুপ বসে মহাবিশ্বের সাথে কথা বলবেন নিজ মনে। হুইলচেয়ারে বসে অসাড় দেহ আর অসীম মেধা নিয়ে শুকিয়ে আসা স্নায়ু আর পেশিকে অগ্রাহ্য করে নিঃশব্দ কল্পনার সাহচর্যে তিনিও লড়েছিলেন অমোঘ সব গবেষণাপত্র আর গ্রন্থাবলী পৃথিবীকে উপহার দিতে। টিকে থাকার লড়াই কাকে বাদ রাখে তবে?
কিছুই রবে না একদিন জেনেও কি ভয়াবহ মোহে অন্ধকারে ডুবে যাই আমরা। অস্তিত্ব রক্ষায় শ্রেণি বিভেদ, ধর্মান্ধতা, মানবিকতা ও নৈতিকতাবোধ নিষ্পেষিত করে মানুষে মানুষে ব্যবধান খুঁজি। খেঁটে খাওয়া দিন মজুর থেকে শুরু করে যে শিশুটি পথের ধারে ইট ভেঙ্গে জলশূন্য চোখে আকাশকে দেখে, কিংবা যে নারী রাতের আঁধারে বসনহীন শুয়ে পড়ে কারো লোমশ উন্মূক্ত বুকে, সেও জীবন ও যাপনের সন্ধিক্ষনে টিকে থাকার জন্যই লড়ে। স্টিফেন উইলিয়াম হকিংয়ের সাথে তাদের পার্থক্য শুধু অবস্থানগত। উদ্দেশ্যগতভাবে আমি-আমরা-ওরা সকলেই এক লড়াইয়ে নিমজ্জিত।

Add to favorites
1,049 views