আমি বড্ড সেকেলে লেখিকা.. মিনা -
Kolpona mina
Published on: আগস্ট 5, 2019
আমায় না চেনার কী আছে
আমি সেই মেয়েটি।
আমি না বড্ড সেকেলে।
আমায় আজকালকার মেয়েদের মত আধুনিকতা ছুঁয়ে দিলো না..
তাই আমি সেকেলে রয়ে গেলাম ।
জানো?হঠাৎ করেই আমার মনে হয়
আমি কিছু হারিয়ে ফেলেছি,
আমার অসম্ভব প্রিয় কিছু ।
আমি সত্যিই খুব সেকেলে ধরনের ।
আজকালকার মেয়েরা তাদের প্রিয় কিছু কি হারায় আমার মত?
জানো? আমি আজও খুঁজে-ফিরি হারিয়ে যাওয়া প্রিয় টিকে।
আর খুঁজে পাইনা আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া প্রিয় কে খুঁজতে নেই..
আমি তাও বুঝিনা।
এত সেকেলে হলে কি চলবে বলো?
সেকেলে মেয়েদের থাকতে হয় একা।
একদম একা..
আমি না বড্ড সেকেলে।

Add to favorites
708 views