আমি মানুষ তো -
এইচ বি রিতা
Published on: আগস্ট 20, 2012
বেঁচে উঠার ইচ্ছেগুলো নিসঃঙ্গ অন্ধকারে ভাসমান
স্বপ্নগুলো জীবন্ত লাশ হয়ে ফেরে,
অন্ধকার লজ্জা পায় আমার নগ্নতায়
যন্ত্রনায় কুঁকড়ে যাই,
প্রবল সন্দেহ জাগে মনে;
আমি মানুষ তো!

Add to favorites
1,031 views