আমি -
হতাশা কুইন
Published on: মার্চ 22, 2016
আমি খুব ভিন্ন! খুব খুব খুব! খুব বেশী জেদীও !
একবার এক নিষ্ঠুর পেঁচা,আমার উঠোন হেটে যাবার কালে ছোঁ মেরে আমার এক কান নিয়ে যাওয়ার চেষ্টা করলো। আহ! কি পাষান রে বাবা! কলকলিয়ে রক্তে ভেসে গেল উঠোন। কি যাতনা যে হচ্ছিল সেদিন!
অতঃপর ক্ষতবিক্ষত কান নিয়েই আজ বহু বছর চলেছি। এখনো ক্ষতস্থানে দাগ রয়ে গেছে।
সেই থেকে মা বলে দিল, আমার উঠোনে যাওয়া নিষেদ।
ভয়ে ভয়ে আজ কতদিন, ঘরের বাহির হইনা।বসন্ত এলেই প্রকৃতির সাথে উঠোন হেসে উঠে। বর্ষায় কাগজের নৌকা ভাসে উঠোনে। প্রতি ভোরে সোনালী রৌদ্দুরে স্বপ্ন উকিঝুকি মেরে খুঁজে যায় আমায়। মাঝে মাঝে দ্বিপ্রহরে জ্বোৎস্নার আলোয় উঠোন নৃত্যে মেতে উঠে।সদ্য মাজা কাসার থালার মত এক খন্ড চাঁদ হাতে অলৌকিক অপ্সরী নেমে আসে তখন উঠোনে। ওরা আমায় হাত বাড়িয়ে আমার আলিঙন চায়। আমি গুটিয়ে রই। ওরা গালি দেয়, ক্ষীপ্ত হয়। আমি আমার মত রই।
কাল রাতে হঠাৎ মনে হলো, আমি আবার উঠোন মাড়াবো! মল পায়ে ছলছল শব্দে আশপাশ মাতিয়ে দেবো। আসলে আসুক দুর্ভাগা পেঁচা! এবার তার রক্ষে নেই। ছোঁ মারতে আসলেই ডানা ভেঙে গুড়িয়ে দেরো। যা আছে তা কেবলই আমার। আমার ভাগ কেড়ে নেয়ার সাধ্য কার! এবার দুর দুর করে তাড়িয়ে দেবো। ঘার মটকে দেবো!
আরেকবার আমার উঠোনে আয় ! এবার আমার পালা। তোর হিসেব পুষিয়ে দেবো। চড়া দামে! আহ হতভাগা পেঁচা!
মার্চ ২১, ২০১৫

Add to favorites
2,027 views