আসছি ফিরে -
Ajmery
Published on: জুলাই 3, 2017
কাক ডাকা ভোরের কোলাহল
কিছুদিনের তরে আর শুনবো না,
শান্তির নীড়ের টিকেট পেয়েছি
উল্লাসিত হিয়া,দিন আর গুনবো না।
ছেড়ে যাচ্ছি এই যান্ত্রিক শহর
দূরে কোন এক মায়ার টানে,
নাড়ীর বাঁধন বাধায় আছে যেখানে।
কত পথ,কত অরণ্য পেরিয়ে
পু ঝিকঝিক চলছে গাড়ি
আহা!বিহঙ্গ যদি হতাম আমি
উড়ে উড়ে যেতাম বাড়ি।
কতদিন হলো কত প্রহর গেলো
দেখা হয়নি ঐ মায়া মুখ,
কুসুমের সুবাস ছড়ানো আঁচলে
স্নেহময় বুকে এবার খুঁজে নিবো সুখ।
কেশ গুলো এলিয়ে বিরক্তির স্বরে
পরম মমতায় দেবে হাত বুলিয়ে,
যত্ন নেইনি বলে মুখ ভার
মা আমার দিবে অভিযোগ ঝুলিয়ে।
আজ পথ বড় দীর্ঘ মনে হয়
খুব নিঃস্ব আর একা লাগে,
মনে হয় এইতো সেদিনও
তুমি আমার পাশে ছিলে।
হাতে ধরে চলতে শিখিয়ে
ছেড়ে দিয়েছ একলা আমায়,
ভয় ভুলে আজ সাহস পাই
চলতে ঐ কণ্টকময় রাস্তায়।
আমার সকল ক্লান্তি দূর হয়
তোমায় অনুভব করি যখন,
আজো তোমার বাণী আছে
আমারই পাশে ছায়ার মতন।
আমার পথপানে চেয়ে তুমি
চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে থাক রোজ,
আমি আসছি বাবা ঈদের ছুটিতে
হবে আনন্দ ভাগাভাগির ভোজ।
আসছি ফিরে সেই চেনা পথে
ছোট ছোট গল্পের খুনসুটি হয় যেখানে
একের পর এক স্বপ্ন বুনে চলে
ঠাকুরমার ঝুলি শেষ হয়না সেখানে।
15/6/2017

Add to favorites
1,759 views