আহত প্রভাত -
শঙ্খ চিল
Published on: ডিসেম্বর 19, 2017
উষ্ণতার একটি বিমূর্ত সকাল
কুয়াশার চাদরে আবৃত বিষাক্ত শহর
উত্তরের প্রবাহিত হিম-শীতল হাওয়া,
প্রকৃতির শুভ্র মলিন স্পর্শ।
অস্পষ্ট কিছু নিরলস চাওয়া!
তবুও নগ্ন পায়ে পিচঢালা পথের শরীর মাড়িয়ে
আমার নিরন্তন ছুটে চলা অজানা গন্তব্যে,
কুয়াশার রহস্য খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা;
সম্মুখপানে এগিয়ে চলা অবিরত।
ঠিক যতটাই এগিয়ে চলি আমি কুয়াশা ঠিক ততটাই দূরে সরে যায়!
এ এক অদ্ভুত লুকোচুরি পার্থিব খেলা,
এক রহস্য ভেদ করতে না করতেই আরেক রহস্যের জন্ম দেয়।
আমি অনিমেষ তাকিয়ে থাকি অসহায় দু’চোখে
তখনও এক চিলতে রোদের তির্যক আলোকরশ্মির নিঃশর্ত ভালোবাসায়,
সবুজ ঘাসের উপর সদ্য জন্ম নেওয়া শিশির বিন্দুগুলো জ্বলজ্বল করছিলো;
যেন সবুজের উপর সাদার মেলা!
আমি নির্দ্ধিধায় ছুঁতে চাইলাম
আর ওরা বিক্ষিপ্তভাবে আত্মাহুতি দিলো আমার হাতের মলিন ভাঁজে।
বোকা মন আমার!
বারংবার তবুও ছুটে যায় যেন কোন এক অজানা মোহে,
খুব কাছে যেতে না যেতেই,সব যেন কোথায় মিলিয়ে যায়।
অতঃপর ক্লান্তিহীন আমি তবুও এগিয়ে চলি অবিরত,
ঠিক দ্বিপ্রহরের মাঝামাঝি অসাড় প্রকৃতির কোলে শরীর এলিয়ে দিয়ে
নিশ্চুপ আঁখিপাতে অন্ধকারে মেতে উঠি;
মৃত্যু বিসর্জনে একরাশ ক্লান্তি এসে গ্রাস করে আমার দৃষ্টিশক্তি।
অবশেষে আবারও প্রকৃতির রহস্য ভেদ করে আমার ছুটে চলা,
কল্পনার অতল গহবরে ভাসিয়ে দেওয়া নিজের বিধ্বস্ত অস্তিত্ব।
হঠাৎ প্রকৃতির ক্রমশ রং বদল!
অদূরে তাকিয়ে দেখি বসন্ত উৎসব,
প্রকৃতি সেজেছে যেনো এক নতুন সাজে।
বড় সাধ জাগে অবচেতন মনে,
সবশেষে শূন্য সিঁথি রঙিন হতে চায় প্রকৃতির এক ফোঁটা রঙে।

Add to favorites
837 views