আহত রক্তজবা -
আলী আহম্মেদ
Published on: নভেম্বর 3, 2016
একটা রক্তজবার ইতিহাস হয়তো আমি কাউকেই বলি নাই,
কিন্তু তুমি জানো-
একটা রক্তজবার প্রতিটা কোষে কোষে কত প্রেম জমা
কত কত স্মৃতি জমা?
কত চাওয়া পাওয়া জমা?
কত সাধ আহ্লাদ জমা?
তুমিই জানো একটা রক্তজবা কিভাবে ফুটেছিল
তোমার আমার হৃদয়ে,
একটা রক্তজবায় লেগেছিল কত স্বপ্নের রঙ
একটা রক্তজবায় ফুটেছিল কত সকালের আলো
একটা রক্তজবার নেশায় মাতাল আমি তারে খোঁজে যাই
কত নিঠুর সময়!
আজ একটা রক্তজবার অপেক্ষায় বিভোর আমি
অথচ তার দেখা নেই;
যে একটা রক্তজবা হাতে নিয়ে তার পরশ বুলিয়ে দিবে।
আহত হৃদয়ের মত রক্তজবা আহত হয়ে স্মৃতির ডানায় ঘর বেঁধেছে।
2 november 2016

Add to favorites
1,951 views