ইউ আর এ্যা রিয়েল বাষ্টার্ড ড্যাড -
এইচ বি রিতা
Published on: নভেম্বর 4, 2017
কৃশ জননী বিছানায় মুমূর্ষ মৃয়মান দীর্ঘদিন
সচল অধিপতি কাম বাসনা লাভায় বুদবুদ
যুক্তিপূর্ণ বিবেচনায় ইসলাম খতিয়ে দেখে,
অবশেষে, মানসিক যাতনা রস নিংড়ে নেয় দেহের
দেখি চুপিচুপি জননীর বালিশ ভিজে যায়
দেখি,
নিথর জননী মরে যায়, মৃত্যুশোকে নয়;
অধিপতির দ্বিতীয় বিবাহে।
দুই যুগ পাড়ি দেয়া নস্যাৎ
বুক ছিড়ে মুখ ঘঁষে পাষান্ড অধিপতি মোলায়েম ত্বকে
ভুলে যায় জননী আমার দু’হাত ভরে দিয়েছিল মধুর চন্দ্রিমা
কত রাত বাসর শয্যায় নবউদ্দ্যমে খেলেছিলেন তিনি
শরীরের সাথে শরীর মিলেনি কাল হঠাৎ
কামাতুর পিতার সে কি অসহনীয় ব্যথা
অতপর, ধর্মীয় রীতি মুখে কুলুপ এঁটে দিল
পিতা আমার খুঁজে নিল বীর্য নিঃস্বরণ পাত্র।
প্রথমার জীবদ্দশায় দ্বিতীয় বিবাহ
রণভঙ্গ করে সমঅধীকারের আইন
মর্মপীড়ায় ধরাশায়ী কতনা যাতনা বুকে
“সব স্ত্রীর সাথে সমান আচরণ করার” শর্ত;
ধর্ষিত হয় মানবতা লঙ্ঘনে।
অতপরঃ
জননীর নাভিঃশ্বাসে ক্রোধ চেপে ধরে গলা
মুষ্টিবদ্ধ পণে হেরে যেতে যেতে বলি-
“ইউ আর এ্যা রিয়েল বাষ্টার্ড ড্যাড!”
“উত্তরাধীকার কবিতা”

Add to favorites
1,472 views