ইচ্ছের আর্তনাদ -
রুপক চৌধুরী
Published on: জুলাই 5, 2019
নাবালক ভাবনারা শুক্রাণু বেগে চলছে,
স্রোতস্বিনী তোমার চাহনির জরায়ু মুখে,
প্রাণীদের দু-একটা ভ্রুন টিকে দেখে জাগতিক মুখ,
অথচ,ইচ্ছেরা ছুটতে ছুটতে মুখ থুবড়ে পড়ে যায়,
পায় না বসন্ত তোমার মাতৃ জঠরের নাগাল,
অধরা বেলী তুমি সুবাস বিলিয়ে যাও স্বপ্নে নিয়ত,
আমি সংঘাতে জড়াই বাস্তবতার ঘৌড়দৌড়ে,
স্বীয় আঙ্গিনায় ফুটে আছো যেন ভিনদেশী চেরি,
তবু তুমি নও কেন চির জাগরুক সুরের ঐকতান,
পারিপার্শ্বিক জ্বরে পুড়ে যায় হৃদয়ের মন্দিরে দেবী,
অর্ঘ্য নেয় নিরালায় অপলক চেয়ে চেয়ে,
বর দিতে পারো না বলে তোমার নিরঙ্কুশ আর্তনাদ,
আর আঁধার প্রণয়ী মনের ভক্ত তোমার নির্বাক রয়,
জেনে যায়,সব বর কখন আর কার ভাগ্যে সয়,
দেবী,যত করুণা ছিটাও মন্দিরে বসে বসে,
পূজারি আমি তোমার,স্বর্গ মর্তের দুরত্বের হিসাব,
কষে যাই ভাবনায় বিভোর রয়ে হেসে হেসে ।

Add to favorites
183 views